কী চাও আমার কাছে দেবী,
দার্শনিক সদৃশ হয়ে সমুদয় জ্ঞান প্রাপ্ত হবো?
না, তা ও নয় ।
কুয়াশা ভেজানো ইউকেলিপটাসের পাতা
মাতাল গন্ধ ছড়ায়,
জানালার পাশে দাঁড়িয়ে দেখি দ্রুতগামী শালিকটিকে,
জানি, এসবেও
তোমার নিতান্ত অনীহা ।
সমুদ্র সৈকতে সূর্যাস্ত,
একটি পূর্ণ চাঁদ,
ঘাসফুল,যুই, বর্ণাঢ্য রক্তজবা,
চাপা ফুল,
আমার আমিত্ব-
এসব কিছুই তোমাকে দেয় না নাড়া ।
মৃত ভাবাবেগটি সজীব হয়ে উঠে,
যখন সংলাপে থাকে
রোগ, প্রেসক্রিপসান, ঔষধ,
দৈনন্দিন খরচের তালিকা,
বেবীফুড, কলম,পেন্সিল,
বই, স্কুলের বেতন ।