কবিতা, তুমি কি মৌন,
একাকিনী?
দেয়ালে ঝুলানো শতাব্দী পুরাতন তৈলচিত্রে তুমি যেন
তুলির আঁচড়ে উদ্ভাসিত কোন এক
অ-নামিকার আঁখিপাতে বেদনার ছায়া!
একামনে, বেদনার অনুভূতিতে তুমি সাগরের ক্রন্দন, হুতাশন,
সিক্ত শরতে অশ্রু জলে তুমি শিউলিকে কুড়িয়ে নাও,
আবার ঊষার রাগে পুলক আনন্দে জেগে উঠো,
এনে দাও জীবনের মৃতপ্রায় ছন্দে নির্ঝরের রাগিণী,
একটি শ্রাবণ রাতের অঝোর বরিষণে
তুমি আনন্দ ও সুন্দরের হাসি,
একটি হৃদয়কে কখনও টেনে নাও সূর্যাস্তের স্নিগ্ধতায়,
টলমল শিশির বিন্দুর কাছে,
রাতের নীরবতায় কুয়াশার যবনিকা তুলে হেটে যাওয়া
একা পথিকের আনমনা মন তুমি,
তুমি দূর দিগ্বলয়ে দেহাতীত আত্মার জ্যোতি,
সুখের ছায়ায় তুমি বেদনা! অভাব, বিরহে, দু:খে তুমি
নিভে যাওয়া আবেগকে আলিঙ্গন করো তৃপ্ত হৃদয়ে,
তুমি জন্ম নাও দু:খের ব্রত নিয়ে,
বেঁচে থাকো গাঁথা মালিকার সুখ নিয়ে,
তুমি দাঁড়িয়ে আছো , কবিতা,
আজো একাকিনী, কার অপেক্ষায়!