অন্ধকারের আবছা আলোয় জলসাঘরের
নিঃসঙ্গ আলোহীন ঝাড়বাতিটি
আমাকে দেখে যেন একটু অবাক,
অলক্ষ্যে স্মিত হাসি—
হয়তো নিঃসঙ্গতা ঘুচানোর প্রশান্তি!
সন্ধ্যার অন্ধকারটি পুকুরঘাটে একটু ভিজে নিয়ে
আমার সামনে এসে দাঁড়ালো,
আমার ছোট বেলায় পড়া গল্পের মতো অতি পরিচিত!
আমি দাঁড়িয়ে আছি নীরব জলসাঘরে।
আমার নিঃশ্বাসে আঘ্রাণ ঘরময় --
গোলাপজল ও আতরের স্নিগ্ধতায় সুগন্ধ ছড়িয়ে আছে
গালিচায়, দেয়ালে--লোবানের ধূয়া কুণ্ডলী পাকিয়ে ঘুরে
বেড়াচ্ছে ঘরের ভারি বাতাসে।
ইমন কল্যান তানপুরার সুরে কেঁদে উঠল,
কোন মিরাবাই তবলার ছন্দময় তালে
তার নূপূরের ধ্বনি তূলছে!
লাজুক শাখে কুহকীর বেহালার সুরে
অভিমান না বেদনা?