রাতের ভাবলেশহীন প্রহরগুলো অন্তহীন
এক গ্রন্থাগারের নিস্তব্ধতা নিয়ে
ফিরে আসে ঘুমন্ত পৃথিবীতে
অশান্ত যুগের অমানিশার প্রতীক হয়ে,
কখনও কোন কিংবদন্তি পর্বতের শীলায় আসীন
ধ্যানমগ্না মৌনী ঋষিণী হয়ে,
কখনও আঁখিপদ্ম -উন্মুক্ত কেশরাশির বিন্যাস নিয়ে
এক মদির-নয়না বিষন্নতার প্রতিবিম্ব হয়ে,
কখনও ত্রয়োদশ শতাব্দির গুলরুখ সাকী হয়ে
হেঁটে আসে সে তারকাখচিত আকাশ থেকে!
ঐ আনমনা মন্থরগামিনী সাকী-রাতটিকে
আমি খুঁজেছি হাফিজের গজল কবিতায়,
অনেক কাব্যের পাতায়,
আজও খুঁজি তাকে।