কোন কথাটি বলছে কে যে
পাই না হিসেব তার
মোদ্দা কথা তাল পেঁচিয়ে
সাজছে কে যে ভাঁড়
কল্পলোকের গল্প বলে
কাল কে করে আজ
কাজের কাজটি বদলে করে
লোক হাসানোর কাজ
মশকরা আর কটাক্ষটা
বাজছে কোথায় গিয়ে
তার খবরটা তলিয়ে রাখে
কথার ভেল্কি দিয়ে।
কে দেবে সে মুখেতে ভাই
ঘোড়ার লাগাম এনে,
জোরহাতে কে দম লাগিয়ে
ধরবে কষে টেনে!
দেখছে না কেউ কলজে-ছেঁড়া
উঠছে নাভিশ্বাস,
শুনছে না কেউ আর্তকথা
ঝুলছে মরণ-ফাঁস।
শুষছে কে যে জোঁকের মতো
পুড়ছে যে কার চাম্
চামচিকারা নিচ্ছে চেঁটে
মেহনতির ঘাম।
রসিকতার রসদ নিয়ে
মটকে দুঃখীর ঘাড়
কথার পিঠে ভেঁজিয়ে কথা
সাজছে ওরা ভাঁড়।।