কাঠবিড়ালি দেখতে এলো
বাদাম ঝুড়ি নিয়ে,
ইঁদুর নাকি ঠ্যাং ভেঙ্গেছে
আছড়ে পড়ে ঘি-য়ে।

প্রজাপতি আনলো মধু
ফুলের ভাণ্ড ছেঁকে,
ঘাড় উঁচিয়ে দেখলো ইঁদুর
আসলো আরো কে কে!

পিঁপড়া এলো মাথায় করে
মস্ত বড়ো রুটি,
দেখে তারে ঘরকুনো ব্যাঙ
হেসেই লুটোপুটি।

আনলো বাদুর পাকা কলা
আনলো ফড়িং ফল,
মাথায় টিকি টিকটিকিটাও
আনলো চোখে জল।

চশমা আঁটা শুঁয়োপোকা
দিচ্ছে মালিশ ডলে,
খুড়িয়ে হাটা মাকড়শা টা
আসলো কখন চলে।

কেমনে হলো এমনি দশা
বললো ইঁদুর খুলে,
ঘি-য়ের হাড়ি ছিলো সেদিন
শিকোর উপর ঝুলে।

ক'ফোটা তার পড়লো নিচে
সেই কি ছিলো জানা,
চলতে গিয়ে হোঁচট খেয়ে
ভাঙ্গলো যে ঠ্যাং খানা।

বললো সবাই আহা! আহা!
চললে দেখেশুনে,
কপালফেরে হতো কি ভাই
কাণ্ড অলক্ষুণে?

ক্যাঁচম্যাচানো কত কথায়
কান হলো যে ভারি,
ইঁদুর কাঁদে ভীষণ ব্যথায়
ঠ্যাং বুঝি যায় তারি।
....
বাহির ঘরে এমনি হঠাৎ
কে যে দিলো হানা,
মিঁউ করে কে উঠলো ডেকে
আছে তোমার জানা??