হাত দুটি পেতেছি
এনে দাও চুড়ি,
যদি চাও দিতে ফুল
নাই জোড়াজুড়ি।

কবিতার মত করে
দিয়ে ছেদ-যতি,
চাও যদি সাজাতে
আছে সম্মতি।

আকাশের মত যদি
তারকা ছিটাও,
আঁধারেও নাই ক্ষতি
যদি তুমি চাও।

হাত দুটি পেতেছি
ধরো বিশ্বাসে,
পৃথিবীর টিপ্পনী
কিবা যায় আসে!!