সারা বনে শোর উঠেছে খবরটা তরতাজা
বাঘ-সিংহ খাঁচায় বন্দী, ছাগল বনের রাজা,
বানর হলো মন্ত্রী উজির, রক্ষী বনের মোষ
তেড়ে এসে গুতোয় শিংয়ে হয়বা নাহয় দোষ।
কানা শেয়াল বিচারপতি, ছুঁচো ঘাটে আইন
খেয়ালমতো হচ্ছে বিচার, গুনছে কারো ফাইন
গর্ত ছেড়ে বেরুয় ইঁদূর, ডিগবাজী খায়, নাচে
গোমরামুখে হুতোমপেঁচা চোখ বুজে রয় গাছে।
ছাগল রাজা জাবর কাটে সিংহাসনে বসে
বন্দী থেকে সিংহ রাজার কেশর গেছে খসে,
বাঘের থাবায় বাত ধরেছে কাত হয়েছে ঘাড়
খাঁচায় থেকে বাঁচার আশায় দিন করিছে পার।
হাতী-ঘোড়া মরছে লাজে ব্যাপারখানা দেখে
গাধার মুখে ফুটছে হাসি কেবল থেকে থেকে।