কুঁজোর পিঠে চাপিয়ে বোঝা
হাঁকছে বাবু 'চলবি সোজা'
বাবুর হাতে চাবুক গোঁজা
রক্তচোখা, রাশভারী।
চোখের পানি গায়ের ঘামে
চলছে কুঁজো অচিন ধামে
এক'পা গিয়ে একটু থামে
কাতর-মুখো বেশ তারি।
দে-দমা দম আঘাত কষে
চেঁচিয়ে বাবু হাঁকেন রোষে
'এমনি তরো থাকবি বসে!
কর্মে ফাঁকি জানিস ঢের।
এমনি করে চললে পরে
পৌঁছবো সেথা কেমন করে
চার টা আরো পড়লে ঘাড়ে
তবেই ব্যাটা পাবি টের।
কাঁপছে কুঁজো চাবুক ঘায়ে
তাকায় শুধু ডাইনে-বায়ে
ঠেকলো এ কি বিষম দায়ে
এমনি ফেঁসে খপ্পরে।
ভাবল কুঁজো দুত্তরি ছাই!
এমনি বাঁচা! মানে তো নাই
ফেলল বোঝা সজোরে তাই
বাবুর গায়ে ধপ্ করে।
সটান বেগে চাবুক টারে
বাগিয়ে নিয়ে ফেলল ছুঁড়ে
বলল তারে রাগের স্বরে
"নিজেই টানো নিজের ভার"।
অবাক বাবু হাঁ-করে রয়
চলল কুঁজো অকুতোভয়
পথের মাঝে মাটি ধুলোয়
দাঁড়িয়ে বাবু দম্ভে তার।।