প্রজাপতি!
কি কথা কও ফুলের কানে
গুনগুনিয়ে মধুর তানে
ফুলে ফুলে করছো কেন
ওমন ছুটোছুটি?

মা কি তোমার দেয়না বকা
উড়ে বেড়াও একা একা
পড়ালেখা সাঙ্গ বুঝি!
মা দিয়েছে ছুটি?

কোত্থেকে পাও রঙিণ পাখা
রঙবেরঙে নকশি আঁকা
উড়বো আমি, আমায় দেবে
তোমার পাখা দুটি?

হাওয়ায় আমি কাটব সাঁতার
যাবো দূরে, ফিরবো না আর
'সোনাই' বলে মা- যতই
করুক কান্নাকাটি।

প্রজাপতি, তোমার সাথে
বাধবো সুখের জুটি।।