শান্ত করো আমায় হে, পূত করো মন
আপনারে সংযত করি দাও মনোবল,
দৃঢ় চিতে করি যেন পাপেরে বর্জন
পূণ্যলোভে চিত্ত যেন না হয় দুর্বল।
ঘৃণা-নিন্দা-হিংসা-দ্বেষ-লোভ হতে দূরে
হৃদয়-আলয় গড়ি দাও সে সাহস,
পরহিতে হবো ব্যথী এত নীচ করে
করো না যেন গো এ জীবন নীরস।
পর মতে শ্রদ্ধা যেন থাকে সর্বদাই
লালসার বোঝা হতে রই যে নির্ভার,
বেলা শেষে সুখ স্বর্গ পাই বা না পাই
মুছে দিও হৃদি হতে সর্ব অহংকার।।