আর কতকাল বিছিয়ে জাল লোভী-ইতর-ভন্ড
আমার রক্তে লিখবি জালিম আমার মরণ-দন্ড!

শোষণ-ভীত মুখ দেখেছিস্, দেখিস্ নি রে ক্রোধ
এবার প্রতিঘাতেই হবে নিতে মরণ প্রতিশোধ।

প্রলয়-বানে জেগেছে প্রাণ বিষাদ করে পন্ড
আগুন খেলায় মত্ত তোরা, ধিক্ ওরে পাষন্ড।

হাতে দিয়ে বিষের বোতল বলিস্ মধু খাঁটি
ভুলিয়ে তোরা নিস্ সরিয়ে পায়ের তলের মাটি!

বাঘেরে চাস্ খাওয়াতে ঘাস মিছে জারি দিয়ে
নিজের নুলো চাস্ ডুবাতো দুধের সরে-ঘিয়ে!

মুখ রে তোরা যতই ঢাকিস্ রঙিণ মুখোশ আঁটি
পাবি কি পার করিস্ যতই মায়া-কান্নাকাটি!

জালিয়াতির জাল ছিঁড়ে ওই ফুঁসছে তাজা প্রাণ
তরুন ওরা অরুণ আলোয় সঁপেছে ধ্যান-জ্ঞান।

বজ্র-সম ডাকে ওদের, হাতের শক্ত ঘায়ে
অাযরাঈলের প্রতিচ্ছবি দেখবি ডানে বায়ে।

যারা ভয় দিয়ে নয় সাহস নিয়ে গায় জীবনের গান
থাবায় তাদের প্রেতের গৃহ হোক্ আজি শশ্মাণ।।