এখন আমার সময় নেই
____________***___________

এখন আমার সময় নেই
তোমার নষ্ট কবিতার পঙ্কতি হতে
আমি হাঁ হয়ে বসে থাকব! সময় নেই
এখন আমার রোদেলা বেলা
এখন আমার বাগানে প্রজাপতির মেলা
লাল-নীল-হলুদ হরেক প্রজাপতি
তুমি তোমার গান থামাও
আমার শোনবার তা নেই অবসর
আমার সময় এখন কথা শোনাবার
এক নয় একাধিক কানে..
ফিসফিসিয়ে, হেসে কিংবা উচ্চস্বরে
পথ আগলে দাঁড়িয়ে থেকনা এভাবে
তোমার পিছুপথ তোমারই থাক্
কাজ নেই আর মরা পথের ডাক শুনে।
কি করে ভাবলে অনুনয়ে ফিরব আমি!!