সত্য আঁচে ঘুমকাতুরে সমাজ দেখি
---- খেমটা নাচে
অবাক চোখে হীরার চমক ঝলক দেখি
-----নিরেট কাঁচে,
নাকিসুরে ঘূরে ফিরে একটাই গান
------সবার গলে
ছটফটানি দেখে ভাবি আছেন বেঁচে
-------মরার দলে।
কানে তুলো, চোখে ছানি, ভোঁতা ত্বকে
-------লাগলে খোঁচা
হাতড়ে দেখে কতখানি নামলো নিচে
-------কলার মোঁচা
আঙ্গুল চোষা ছেড়ে দিয়ে আঁকড়ে ধরে
-------তারেই খিঁচে।
বধির কতক অধির হয়ে কান পেতে রয়
--------বাঁকিয়ে ঘাড়
ঢাক পিটিয়ে যায় শোনানো আসল কথা
------ সাধ্যি কার!
রগরিয়ে চোখ সত্য খোঁজে কাদা জলের
-----আধার সেঁচে।।