রবে গোপনে তুমি, রবে প্রকাশে
রবে আঁধারে, রবে আলোর সকাশে…
ছেয়ে আছ তুমি মন-প্রাণ
ঘিরে আছ তুমি চেতন-জ্ঞান,
হয়ে মনোব্যথা তুমি আছ তথা
গভীর আবেশে…
তুমি ছাড়া আমি জল-হারা মীন
তোমারি গভীরে হয়েছি বিলীন,
কিযে অাকুলতা মন মাঝে গাঁথা
নিরব নিবেশে...
রবে গোপনে তুমি, রবে প্রকাশে
রবে আঁধারে, রবে আলোর সকাশে…