না, না তুই এমন করে
সত্য ভয়ে পালাস্ নে,
মিথ্যেটারে এমন করে
সত্য বলে চালাস্ নে।
ফানুস বলে উড়িয়ে দিয়ে
মত্ত হয়ে উচ্ছ্বাসে,
পারবি কি আর তুলতে মাথা
দম্ভ ভরা বিশ্বাসে?
কায়দা করে যতই তুই
প্যাঁচিয়ে রাখিস্ সত্যরে,
সত্য যে সে নিঠুর অতি
জ্বালায় আগুন ছাই ফূঁড়ে।
আজ যা করে কাটিয়ে দিলি
কাল কি করে কাটবে রে,
মিথ্যে যে কাল কালো জিভে
তোরেই ভীষণ চাঁটবে রে।
পাশ কাটিয়ে গেলি যারে
পাশেই বসা রইলো সে,
আঁড়াল ছেড়ে একদিন যে
করবে নাকাল পণ কষে।।