পা দু'খানি আটকে গেছে
মায়ার ডোরে,
দীঘল পথে হাঁটবো বলো
কেমন করে!
ওড়না উড়ায় গায়ের সুবাস
কোমল ছোঁয়ার আলতো আভাস
কেঁড়েছে মন, হেরেছে প্রাণ
এ কোন্ ফেরে?
সকল পথের শেষ কি আমার
তোমার পথেই হয় একাকার!
ফেরাও ওগো আবার পথে
বাঁধন ছিঁড়ে।
তোমার আদর-সোহাগ-পরশ
মধুর আলাপ চাউনী-সরস
বুকের খাপে আপন হাতে
নিলাম ভরে।
আগলে রাখা আগল-দ্বারে
এমন করে,
রেখোনা আর পাগল করা
মায়ায় ধরে।।