১ঃ

ভালবাসা,
এ শব্দটাতেই মাদকতা আছে,
চেখে দেখতে ইচ্ছে করে।




২ঃ

নিয়তিটাই যদি হয় ভুলের মহাকাব্য
তবে কি করে এড়িয়ে যাবো তাকে,
পিছলে পড়াটাই যদি হয় অভিসম্ভাব্য
তবে কত আর সামলাবো পা-কে।।