(কবিতায় কবি=কঃ ও চাটুকার=চাঃ উল্লেখ করা হলো)
কঃ জন্ম নিলে মৃত্যু আছে, মরতে হবে সবে
চাঃ আহা! এমন খাসা কথা কে লিখেছে কবে!
কঃ দিনের শেষে রাত্রি নামে, রাতের শেষে ভোর
চাঃ জ্ঞানী বিনা বুঝে ক'জন এমন কথার ঘোর!
কঃ পাহাড় বেয়ে ঝর্ণা নামে সাগর পানে ছুটে
চাঃ কথায় কেমন আবেশ মাখা স্বপ্ন হয়ে ফোটে।
কঃ কোর্মা-পোলাও ধনীর মুখে, গরীব অনাহারী
চাঃ ছন্দে এমন না বোঝালে বুঝতে ক'জন পারি?
কঃ পূণ্য গুনে স্বর্গ মেলে, পাপে নরক বাসী
চাঃ নাড়তে টনক সকল পাপীর কলম যেন অসি।
কঃ সে ছাড়া আর নাই বুঝি কেউ ভালবাসি যারে
চাঃ পরাণ ধরে টানলে কবি বড়ই যতন করে।
কঃ প্রেমের মরা ডুবে জলে কেউ শুনেছো কভু?
চাঃ মানুষ তো ছাই, এহেন কথা শোনেনি খোদ প্রভু।।