ও পাষাণতলে দেবাে না আর
মোর পূজোর ফুল,
ভাবি যারে দেবী মূর্তি সে শুধুই
রঙ মাখা পুতুল।
মন-আরাধনা পেলো প্রতারণা
নিয়ে প্রেমসূধা দিলো যে বেদনা
বিফলে মোর পূঁজো-অর্চণা
সকলি মিছে ভুল।
অন্তর তলে নিতি পলে পলে
রচেছি আসন নব শতদলে
মন-মন্দিরে বন্দেছি তারে
অন্ধ নজরে টেনেছি পাঁজরে
কুল-বিনাশী কুল।
চার নয়নের ওই চোখাচােখি
ভালবাসা নয় শুধুই যে ফাঁকি
নগদ হারায়ে কুড়ায়েছি বাকী
মোহবশে নিশাতুল।
পূজারী আমি সঁপে মন-প্রাণ
দিয়েছি শুধুই নেই প্রতিদান
আরতির দীপ জ্বলে অবসান
মেনে নিয়ে প্রতিকুল।
না-ই পারি আর বইতে এ ভার
ব্যথারাশি সুবিপুল,
ও পাষাণতলে দেবো না আর
মোর পূজোর ফুল।।