কোথায় খুঁজে পাই গো, বলো
তারে কোথায় খুঁজে পাই...
মনের ধন বিনাদরে যার কাছে বিকাই।।
ধনে বুঝি ধরলো ঘূণে
দেখে শুনে লয়না কিনে
সোনা বলে দেই পরিচয়
সবাই বলে ছাই।।
বুকে আশা রাখলাম পুষে
সবই বিফল কপাল দোষে
ভাবে সবাই এ অভিনয়
মূলে কিছুই নাই।।
পোড়লে সোনা হয় রে খাঁটি
অন্তর পোড়লে হয় তো মাটি
সেই মাটিতে বাসর কি হয়?
বলো কারে শুধাই।।