দেখবো যখন কপাল জুড়ে
ঝলমলে এক টিপ,
লাল শাড়ীতে আঁচল টেনে
সাজবে বধুঁ সাজে,
দেখবে তখন আমার ঘরে
নিভেছে প্রদীপ,
অাঁধার ঘরে বিঁধুর মনে
বিরহী সুর বাজে।
ভুলবে তুমি সকল কথা
আসবে শুভক্ষণ,
হাসবে তুমি গোপন হাসি
প্রিয়ের পানে চেয়ে,
(আমার) জোৎস্নাধারা বিলীন হবে
নিরস নিধুবন,
দু'চোখ ভরা অশ্রুরাশি
নামবে কপোল বেয়ে।
(যেদিন) প্রিয়ের ঘরে জ্যোতি হয়ে
করবে আলো ও-ঘর,
সুখের জাল বুনবে তুমি
অনেক স্বপ্ন নিয়ে,
(সেদিন) দেখবে তুমি হৃদয় জুড়ে
বইছে ভীষণ ঝড়,
প্রলয়-পাঁকে তলিয়ে গেছি
জীবন থেকে ক্ষয়ে।।
(তাপসী- নামের কাউকে উৎসর্গীকৃত)