গাধাঃ গাধা বলে তোমরা যতই
করো উপহাস,
শ্রমী বলেই সুনাম মোদের
শ্রমে বসবাস,
সাধ্যিমতো গতর খাঁটাই
চাইনা দিতে ধোঁকা,
প্রতিবাদের ধার ঘেঁষিনা
তাই কি ভাবো বোকা?
যখন তখন ঘুমাই বলে
ভাবো দোষী দোষে,
থাকে যারা ঘুমের ভানে
গদির উপর বসে,
তাদের বেলা তোমরা ঘুমে
যায়না দু'চোখ মেলা,
গাধা বলে মোদের উপর
চালাও দোষের ঠেলা।
কাকঃ আবর্জনা খেয়ে বাঁচি
করিনা ভাই রাগ,
দুঃখ লাগে অন্যে যখন
বসায় তাতে ভাগ,
আমার দশা বিধি যখন
ভাগ্যে কারো লেখে,
যন্ত্রনা হয় আমার মতো
বাঁচার তাগিদ দেখে,
আমরা জানি করতে বিলাপ
জানিনা ভাই গান,
মোদের মতো দেখলে স্বভাব
হেসে হই হয়রান,
যখন দেখি লুকায় কেহ
দু'চোখ বন্ধ করে,
ঢাকতে দোষ চেঁচিয়ে উঠে
নিজেই কা-কা স্বরে,
মনে হয় এই ধরার বুকে
রাখছি অবদান,
মোদের জাতি বিলীন হলেও
কর্ম পেলো মান।।