গাধাঃ স্বপন আমার করবো একদিন
মূলোর আড়তদারি,
সামনে- পিছে, ডানে-বায়ে
মূলো-ই সারি সারি,
পড়বো গলায় মূলোর মালা
মূলোর ডাঁটায় বাঁধা,
মূলোর স্বপন যখন তখন
লাগায় চোখে ধাঁধাঁ।
কাকঃ পাখি বলে কয়'না কেহ
কাক যে শুধুই আমি,
আমার ঘরে জন্ম নিয়ে
কোকিল নামী-দামী,
ছাড়ো তোমার মূলোর স্বপ্নন
গান শোনাবো তোমায়।
( ঢেঁকুড় তুলে বলল যে কাক
গাধা তখন ঘুমায়,
কা-কা স্বরে ধরল যে গান
ডালায় বসে কাক,
হকচকিয়ে বলল গাধা
'থাক্ নারে ভাই থাক্'।)
গাধাঃ গল্প একটা শোনাই দাদা
কষ্ট বেজায় মনে,
মনিব সাথে যাচ্ছিলাম
সে দিন বাজার পানে,
হঠাৎ শুনি কোথা হতে
আওয়াজ চমৎকার,
কেহ যেন বলছে হেঁকে
" গাধা কোথাকার",
ভাবছি মনে স্বজাতির
মিলল দেখা বুঝি!
থেমে গিয়ে এদিক ওদিক
চার পাশেতে খুঁজি,
কোথায় গাধা! পাইনা খুঁজে
হঠাৎ দেখি চেয়ে,
পন্ডিত মশাই ছাত্র ঠ্যাঁঙ্গায়
আমার নামটি নিয়ে,
নামটি আমার নেয় যে লোকে
শুধুই তিরস্কারে,
এতটাই কি গাধা আমি
বলোতো ভাই মোরে।
কাকঃ বললে কোকিল ধন্য লোকে
কাকে নাখোশ হয়,
আমি, কোকিল দুটোই কালো
আমায় মন্দ কয়,
আমি আছি বারো মাসেই
নিয়ে দুঃখ ক্লেশ,
নইতো কোকিল পালিয়ে যাবো
ফাগুন হলে শেষ,
বললে চালাক, ফূর্তি লাগে
খুশিতে মন রাঙ্গে,
আমার ডাকেই এই দেশেতে
নিশিতের ঘুম ভাঙ্গে।।