[কোন লেখাই -১, -২ এমন করে পর্ব আকারে উপস্থাপন করতে ভাল লাগেনা আমার। বৈচিত্রতা বোধের অন্তরায় মনে করি আমি।তথাপিও ছড়াটি দীর্ঘকায় হওয়াতে একপ্রকার মনস্রোতের প্রতিকুলে দাঁড়িয়েই উপস্থাপন করলাম]
গাধাঃ সারাটা দিন খাঁটিয়ে মারে
দেয়না ভাল আহার,
পিঠের উপর দেয় চাপিয়ে
আস্ত একেক পাহাড়,
তবু মনিব নন যে খুশি
দাম মিলে না আধা,
পিঠের উপর বুলিয়ে চাবুক
হাঁকেন জোরে 'গাধা'।
কাকঃ পাখা কালো, ঠোঁটও কালো
নাই যে রূপের লেশ,
কোনমতে প্রাণটা ধরি
করে হাজার ক্লেশ,
স্বর নাকি ভাই এতই বেসুর
যেন ছেঁড়া ঢাক,
দেয় তাড়িয়ে দুর হ! বলে
লক্ষীছাড়া কাক।
গাধাঃ প্রাণটা করে পালাই পালাই
বোঝা টানি তবু,
চিঁচিঁ সুরে গান ধরে মন
করলে সোহাগ কভু,
অত শত বুঝিনা ভাই
মনটা বড়ো সাদা,
নিই না কানে অপমানে
যতই বলুক গাধা।
কাকঃ মান অপমান কাকে বলে
তোমরা বলতে পারো,
এত কিছুর ধার ধারিনা
নই তো পোষা কারো,
ইচ্ছে মতো ঘুরে বেড়াই
দুঃখ জ্বালা সয়ে,
ময়না হতে চায়না এ মন
ধন্য যে কাক হয়ে।.......
বিঃদ্রঃ পাঠকের ধৈর্যের বিবেচনায় বাকিটা পরে প্রকাশের আশা পোষণ করছি।