[আজ এখানে বৃষ্টি হচ্ছে তুমুল। ইচ্ছে ছিল বৃষ্টিজলে ভেজার...কিন্তু পারছিনা...]
===========♦♦♦============
কেমন করে তোমায় ভুলি, সখা হে!
হিয়ার আসরে নিয়েছো ঠাঁই
গোপনে, অলখে,
কেমন করে তোমায় ভুলি, সখা হে!
বাদল গরজায় গগণে,
ফিরিলো শাওন দিন ভুবনে,
ঝরঝর বরিষণ বরষে,
কেমন করে তোমায় ভুলি, সখা হে!
আজি পড়িছে সে ক্ষণ স্মরনে,
এমনো মেঘময় লগনে,
তুমি বাঁধিয়া বাহুর বাঁধনে,
ভরেছো ললাট মোর
অধর পরশে,
কেমন করে তোমায় ভুলি, সখা হে!
এলো সে-দিন বুঝি ফিরিয়া,
হৃদয়ের দশদিক ঘিরিয়া,
ফিরিলেনা শুধু তুমি
ব্যাকুল হরষে,
কেমন করে তোমায় ভুলি, সখা হে!