অকারণ বাঁধলে চরণ ছলের শিকলে
কলঙ্কের আঁকলে তিলক মিছেই কপালে,
(ওগো) অকারণ বাঁধলে চরণ ছলের শিকলে।
প্রেমেরই কানন-কোলে
প্রণয়ের কুসুম দোলে
অভিমানে কুসুম ফেলে
কাঁটা-হার পড়িলে গলে।
অকারণ বাঁধলে চরণ ছলের শিকলে।
এসে যেই পাগল হাওয়া
বিকালো সকল চাওয়া
ভেবে তারে কাল-বৈশাখী
ছোঁয়ায় তার পড়িলে ঢলে।
অকারণ বাঁধলে চরণ ছলের শিকলে।
নহে এ গো হেলার খেলা
ভেঙ্গে দিয়ে সুখের মেলা
গরল নেশায় প্রাণের ভেলা
ব্যথা নিয়ে যাবেনা কুলে।
অকারণ বাঁধলে চরণ ছলের শিকলে।।