(প্রাণাধিক প্রিয় বন্ধু 'অরন'- তোর জন্যে)


কেন এসেছিলে কাছে তুমি
দূরে কেন চলে যেতে চাও!
যে হৃদয় তোমাতে এঁকেছে ভূবন
সে হৃদয়ে কেন ব্যথা দাও?

মোর প্রাণেতে রাখিয়া কান
শুনে যাও ব্যথা-গান,
যে আঁখি-তারা ধরেছে তোমায়
হেলা দিয়ে কেন তাহারে কাঁদাও?

আজ তোমারি বিরহ লয়ে
নিশি-দিন যায় বয়ে,
বেঁধেছিলে বাহু-ডোরে যারে তুমি
পথ-ধূলে তাহারে কেন ফেলে যাও?

এনেছিলে বুকে ব্যথা ভোলা
ফাগুন দিনের দোলা,
আজ না ফুটিতে প্রেম- কুসুমকলি
কেন বিদায়ের বাঁশরী বাজাও?

এসেছিলে দীপশিখা হাতে
গহণ অাঁধারী রাতে,
ঘুম-ভাঙ্গা এই নিশিতের ক্ষনে
কেন আলোর সেই দেয়ালী নিভাও?

কেন এসেছিলে কাছে তুমি
দূরে কেন চলে যেতে চাও!!