যেই পথে গেলে ফুলশােভা মেলে
যাও চলে সেই পথ ধরে,
অকারণে যতো বাড়ে মনোক্ষত
মুছে ফেলো নব সুখভারে।

যা কিছু অাঁচলে দিয়েছি গো ঢেলে
মনে করো সবি বৃথাদান,
তারে অবহেলে দিও পথে ফেলে
যাক্ রসাতলে অভিমান।

অাঁখিনীর তার চেয়োনাক আর
কেঁদে যে তােমায় পিছু ডাকে,
যায় যাক্ ভেসে কিবা যায় আসে
নিয়ত ব্যথার ঘুর-পাঁকে।

ব্যথা জল-ছবি যাও ভুলে সবি
নব দিনে, নব ফুল-বাসে,
শুধু রেখো মনে  নিরবে গোপনে
সে ব্যথি তোমায় ভালবাসে।।

(অসম প্রেমের কবিতা)