আল্লাহ্ আমার স্থান করে দাও মুত্তাকীদের দলে
যারা তোমার পথের রাহী, দূর্যোগে না টলে
যারা মোহের ভাঙ্গল কারা, ছিঁড়লাে মায়া বেড়ী
যাদের পদতলে পিষ্ট হলো অহম্ দৌলতেরী
আল্লাহ্ তুমি স্থান করে দাও সেই মুমিনের ভীড়ে
ক্বলবে যাদের জিকির বাজে, ফিকির তোমায় ঘিরে
তোমার ভয়ে অশ্রু জড়ায় গভীর নিশিথ কালে
লুটায় যারা সেজদাতে আর মাগে দুহাত তুলে
তোমার হুকুম-আহকামেতে নোয়ায় যারা শির
জিহাদ করে মনের সাথে তারা-ই অজেয়্ বীর।
আল্লাহ্ আমায় সঙ্গী করো মুজাহিদের সাথে
কোরবাণী দেয় নিজেরে যে তব দ্বীণের পথে
তোমায় ছাড়া অন্যেকে যে করেনা কূর্নিশ
ধূলায় ছােঁড়ে দৃপ্ত তেজে ক্ষমতার উষ্ণীষ
নসীব খাতায় দাও লিখে শহীদের সম্মান
ভুলি যেন তোমার প্রেমে সকল পিছুটান
সখ্যতা দাও তাদের সাথে পূণ্য এবং পাপে
তোমার আদেশ তুলাদন্ডে নিজেরে যে মাপে
দৈন্য-তাপেও সত্য যাদের থাকে সমুজ্জ্বল
ন্যায়ের পথে দৃঢ়তা যার অনড়- অবিচল
সকল পাপের বিকার হতে দাওগো পরিত্রাণ
দ্বীনের পথে কবুল করো, করোনা বেঈমান।।