ভাব, আবেগ আর বিন্যস্ত শব্দের সমন্বয়ে সৃষ্ট কথামালাই কবিতা। এর কোন একটায় ছেদ পড়লে কবিতায় দূর্বলতা এসে যায়। যে কোন কবি মাত্রই আমার চোখে একজন ভাবুক, একটি আবেগময় সত্ত্বার বহিঃরূপ বলে মনে হয়।যার দৃষ্টিতে অন্যতা, যার ভাষায় মোহতা, যার ভঙ্গিতে নান্দিকতার এক অপূর্ব সংমিশ্রন। আর এ সকল গুনের সফল উন্মেষের জন্য অধ্যবসায়ী হওয়া ভিন্ন বিকল্প নেই।প্রতিভা- ছটার নিপুনতা কবির কবিতাকে করে তোলে রসালো, মনোমুগ্ধকর। পাঠক শ্রেণীর বোধগম্যতার দিকে লক্ষ্য রাখাও প্রয়োজন। কবিতা যার হাতে সৃষ্ট তিনি নিঃসন্দেহে অসাধারণ কিন্তু পাঠকের বেলায় অসাধারণ পাঠকই কবিতা পাঠ করবে এমনটি নয়। কবিতা কোন বিশেষ শ্রেণীর বোদ্ধাদের না হয়ে যেন সার্বজনীন হয় সেদিকে খেয়াল রাখার দায়িত্বটাও কবিরই কাঁধে। আর সর্বজনের মর্মমূলে কড়াঘাত করে এমন কবিতাই সার্থক কবিতা।
আলোচনাটি ১১৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৯/০৯/২০১৪, ০২:১৮ মি: