খুপরি ঘরে মুরগী বসে
দিচ্ছে ডিমে তা,
বেজায় খুশি মনটা তার
ফুটবে সোনার ছা।

সোহাগ করে ডিমগুলো সে
পালক দিয়ে ঢাকে,
আর ক'টা দিন, সইছেনা তর
ডাকবে ছানা মা'কে।

চিঁচিঁ মিঁচিঁ ডাকবে ছানা
ঘুরবে পিছুপিছু,
খেতে দিবে শস্য দানা
আর যে কত কিছু!

এ ঘর ও ঘর বাগান বাড়ি
করবে ছুটোছুটি,
সন্ধ্যা হলে পাখার তলে
থাকবে গুটিসুটি।

করবে মানা কেউ যাবেনা
ছোট্ট ডোবার কাছে,
পিছলে যদি গভীর জলে
কেউ পড়ে যায় পাছে।

ক'দিন বাদে ডিম ফুটলো
একের পরে এক,
চিঁচিঁ মিঁচিঁ ডাকলো না কেউ
করলো প্যাঁক প্যাঁক।

হাঁসের ডিমে দিচ্ছে সে ওম
ছিলো না তা জানা,
ডিম ফুটে হায় বের হলো সব
পাতি হাঁসের ছানা।।