ব্যাপারটা কি অদ্ভুতুড়ে
শোনলে যাবে মাথা ঘুরে
দেখে এলাম দিন দুপুরে
বলছি কথা সাচ্চা..
দিব্যি পরে চশমা ঘড়ি
জামা জুতো রংবাহারি
মানুষ সাজে ঘুরে ফিরে
বাঁদরের এক বাচ্চা।
বকসাদা তার গুম্ফরাশি
বন ছেড়ে সে গৃহবাসি
ল্যাজটাও তার গেছে খসে
বিবর্তনের দোষে
ক্যাঁচরম্যাঁচর ভুলে এখন
বলছে কথা মানুষ মতন
জাতের টানে যদিও বা সে
কলা পেলেই চোষে।