ফল-ফুলবাসে আরামে আয়েশে পূর্ণ বেহেশত্ খানা
তবুও উদাস আদমের মন, কিযে নাই একখানা!
স্ফুর্তি-আমোদ-উছলতা নাই, নিরস যেন সব
লক্ষ্য করিলেন আদমের সবই আরশ হতে রব।
একা আদম বেহেশত্ মাঝে, সাথী নাই কোন জন
ভাবলেন বিভু করবো সৃষ্টি ভরাতে আদম-মন,
'হাওয়া'রে সৃজিলেন মহান প্রভু সহচারিণী তার
আদম-কাঙ্খা হলো পূরণ দেখা পেয়ে হাওয়ার।
তখন থেকে নর-নারী ধারা পাশাপাশি চলে বয়ে
সাজায় ধরনী একে অপরের ভালবাসা বুকে নিয়ে,
আদমের তরে সৃজিয়া হাওয়ারে করলেন অনুগতা
স্নেহ প্রেমমায়ায় কোমল করে, জগত আদি-মাতা।
মানব-মানবীর আদি ধারাবেগে ছুটছে বৈতরণী
হাজার যুগের পথ পাড়ি দিয়েছে আজকের ধরণী,
জল আর কুলের মিতালী পেতে ছুটেছে অবিরাম
আবাদ করেছে ধরণি যতনে নর-নারী যা'র নাম।
পিতা-পতি-ভ্রাতা-পুত্র হয়ে পুরুষ করেছে জয়
শক্ত বাহুতে বেষ্টনী দিয়ে ভেঙ্গেছে নারীর ভয়,
সোহাগের ছবি, স্নেহ-মায়া ছবি, শ্রদ্ধার ছবি 'নারী'
শ্বাশত প্রেমের স্রোত-প্রবাহে আঁচল ধরে তা'রি।
মহীয়সী করলেন নারীরে প্রভু, জান্নাত দুনিয়ার
মায়ের আসনে বসালেন তারে তুলনা নাই'ক যার,
প্রশান্তিময় করেছে সে নারী পুরুষ বাসনালয়
প্রশস্ত বুকে দিয়েছে মমতায় সন্তানের আশ্রয়।
অবহেলা আজ করে যে নারীরে, নর-রে অসম্মান
নয়নের কোণে হিংস্রতা লয়ে গায় বিদ্বেষী গান,
ধিক্ সেজনে করে রেষারেষি যে ভুলেছে চিরন্তন
উপহাস তার ভাগ্যলিখায়, ধূসর ক্লীবের জীবন।