নাম না জানা একটি মেয়ে
আকাশ পানে রয় তাকিয়ে
নীলাভ আকাশ তাকায় তারই চোখে,
জানলা পাড়ের ফুলগুলি সব
হঠাৎ হলো মৌন-নীরব
অবাক চোখে তাকেই শুধু দেখে।
গুঞ্জন থামে ভ্রমর-অলির
নেশা ভুলে কুসুম-কলির
থমকে শোনে কণ্ঠ-বীণার তান,
রূপের আধার বদন' পরে
দিনের আলো উথলে পড়ে
দখিন হাওয়া যায় শুনিয়ে গান।
ভিঁনগাঁ পথে চলতে গিয়ে
এলাম হেথায় মন হারিয়ে
নয়ন কোনে এঁকে নিলাম ছবি,
জোছনা-কাতর নীরব রাতে
স্বপন ছড়ায় কল্পনাতে
বুকের' পরে ঝিমিয়ে পড়া কবি।।