লক্ষী ছেলে
ঘুমটি পেলে
চোখটি মেলে
তাকায় না,

লক্ষী ছেলে
খেলতে গেলে
গোল কিছুতে
পাকায় না।

লক্ষী ছেলে
উঠলে কোলে
জড়িয়ে গলা
চুপটি রয়,

লক্ষী ছেলে
বাউণ্ডুলে
'মিনি'র মতো
দুষ্টু নয়।