কি হবে নাম, লেবাস,ভানে ভীড় করে মসজিদে
যে নামাজে মিটলোনা ভাই আমার মনের ক্ষিধে
বৃথা আমার রোজা-কালাম
হয়ে আছি পাপের গোলাম
হায়াত আমার হয়রে নিলাম লোভ লালসার ফাঁদে
কি হবে নাম, লেবাস, ভানে ভীড় করে মসজিদে।
লুটিয়ে পড়ি সিজদাতে যার, পাই না তারে ভয়
হইনা নত তার কাছে ভাই, করি নত'র অভিনয়
মুখে যে নাম করি জিকির
অন্তরে তার রয় না ফিকির
হয়না তো ভাই তার সাথে আমার নিবিড় পরিচয়
লুটিয়ে পড়ি সিজদাতে যার, পাই না তারে ভয়।।
ক্বলবে কালির ছাপ পড়েছে, নূরের পরশ নাই
চোখ গেছে ভাই কাঁদন ভুলে, বিবেক পুড়ে ছাই
এ দুনিয়ার মোহ মায়ায়
বন্দি আমি, শিকল দু'পায়
মিছে ভীরু, মুমিন সেজে কি হবে রে আর ভাই
ক্বলবে কালির ছাপ পড়েছে, নূরের পরশ নাই।।