খোকা ভাবে মনে মনে সারাদিন ধরে
কাল থেকে পাঠে মন দেবে ভাল করে
চেঁচামেচি চিৎকার ছুটোছুটি নয় আর
সারাদিন কেটে যাবে লিখে আর পড়ে।
ফুটবল লাটিম আর কাগজের ঘুড়ি
সাইকেল, মার্বেল ফেলে কাঁচি ছুরি
বইখাতা নিবে তুলে, যাবে রোজ ইশকুলে
মা-ও আর মারবেনা কান টেনে ধরে।
কাল থেকে শুরু তাই আজ নেই তাড়া
নাওয়া খাওয়া ভুলে খোকা ঘুরে পাড়া পাড়া
পুকুরের ঘোলা জলে, হুড়োহুড়ি দলেবলে
পাখিদের বাসা ভাঙ্গে মগডালে চড়ে।
দিন যায় রাত যায় আসেনা আর “কাল”
মা’র হাতে মার খেয়ে লাল হয় গাল।।