দাও তাকবির উচ্চ কন্ঠে হে যুগের আকাবির
ঈমান তাকতে বলীয়ান তুমি পাহাড়ের মতো স্থীর
মিম্বরে তোল বজ্র ধ্বনি, শাণিত ভাষার ধার
কম্পিত হোক আকাশ বাতাস গর্জনে বারবার।

তোমার ললাটে জ্বলে যে সূর্য তা শুধু নয় এক নাম
আঁধার পথে তুমি দিশারী, আইয়ামে তুমি "ইমাম"
তোমার বুকে যে আলোর ব্যাপ্তি জ্ঞানের সঞ্চয়ন
তার কাছে নত দুনিয়াবী যত মনি মানিক্য ধন
বিলাও তা তুমি অকৃপণ হাতে উচ্চ করে শির
স্রষ্টার থেকে নিয়েছো যে ভার করো আজ জাহির।

হে যুগের আকাবির..
তোমার দিকে চেয়ে কেন আজ প্রাণ উঠে যে বিঁধে
তোমার সীমানা বেধেছে কে যে মিম্বরে, মসজিদে
সমাজে সভায় সভয়ে তুমি আপনারে করে আঁড়
আনবে কি করে আলোর জলসা, কাটাবে অন্ধকার!
নেতার আসনে তুমি নাই, তুমি আছো পশ্চাতে গম্ভীর
ময়ূরপুচ্ছ লাগিয়েছে কাক, কা-কা ডেকে অস্থির।

হে যুগের আকাবির...
পরেছো খোলস, ইমামের সাজ, শূন্য অন্তঃসার
জানো নাই তুমি কি ছিলো কাজ, অল্পে মেনেছ হার
জাতি তাই আজ খণ্ডবিখণ্ড দিক হারা দিশেহারা
তোমার বে-খেয়ালে বেহাল সকল, নড়বড়ে খাপছাড়া
আবার সকলে এক ছায়াতলে এসে যেন করে ভীড়
দাও সে তাকবির উচ্চ কন্ঠে হে যুগের আকাবির...।