মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে শোনো আযান
লগন বয়ে যায় হিন্দু, যায় ওয়াক্ত মুসলমান
হবে কখন সিজদানত ঠেকিয়ে মাথা জমিন'পরে?
করবে কখন শিবের সেবা মন্ত্রধূপে, উপাচারে?
চোখের ঘৃণা, মনের ক্ষোভে হিংসা দ্বেষে কাটে ক্ষণ,
ক্বলবে মাখা লোভ কালিমা নিত্য পাপে বিচরণ।
আয়াত শ্লোক ছোঁয় না হৃদয়, জপে তপে হয় না হুঁশ?
আল্লাহ-রাসূল ভাঙ্গিয়ে খাও, ভগবানে চড়াও ঘুষ?
ধর্ম কী আর বন্ধকী মাল অন্ধে রাখে ঝোলায় তার!
ধর্ম দেখায় পথের দিশা পুলসিরাতে হতে পার।
ধর্ম শুধু নয় খেতাবে, আমলে চাই তার প্রমান
শাস্ত্র যদি না পায় লালন  মিছেই পড়া বেদপুরান।।