এমন হেমন্ত দিনে একদিন.....
তুমি আমি হেঁটে যাবো ভোরে,
নরম কাদা আর ঘাসের পাটি
শিশিরের জলে ধোয়া রবে।

হাত ধরে পাশাপাশি দু'জনে
যাবো চলে বহুদূর মেঠোপথ ধরে,
সোনা-ধান সম্ভারে গর্বিত শীষ
তোমার মুগ্ধ চোখে বিম্বিত হবে।

নীল ঘাসফুলে তুমি ভরবে মুঠি
ফুটবে আলোক বেয়ে পূবের দেয়াল,
কুয়াশার জাল ছিঁড়ে ছড়াবে আলো
কনক কিরণ মাঠে খাবে লুটোপুটি।

তোমার খোলা হাসি, খোলা মাঠময়
নেচে নেচে ঘুরবে শীতল হাওয়ায়,
কাদা দিয়ে আঁকবে আল্পনা পায়ে
কোমল পরশে ক্ষণ হবে পরিপাটি।।