হাসির গল্প শোনাবো আজ
পড়বে শুনে দু'গালে ভাঁজ
ধরবে পেটে খিল,
আর যদি না হাসিস্ শুনে
পেট ও পিঠে গুনে গুনে
মারবো ঘুষি-কিল।

ভাবলি এটা ঠাট্টা নাকি!
হাসির নামে দিলে ফাঁকি
কার না বাড়ে রাগ!
অ্যাঁ ব্যাটা তুই চুপ কেন রে
কান মলে কি দিবো তোরে?
দূর হয়ে যাহ্, ভাগ্!

লোক হাসানো কঠিন অতি
বুঝতে যদি তার একরতি
হাসির গল্প গিলে,
থাকতি না আর গোমড়া হয়ে
হাসতি শুধু খিলখিলিয়ে
রোজ সকলে মিলে।

শাসিয়ে দিয়ে হাসির গুরু
যেই করেছেন গল্প শুরু
হাসলো সবাই ডরে,
হি-হি, হা-হা, চাপকিয়ে ঢোল
নানান হাসির আহা কি রোল
হাসছে সমস্বরে।।

বইছে বেদম হাসির জোয়ার
গপ্পো সপ্পো কে শুনে কার!
কে বুঝে তার মর্ম,
গল্প যাহোক দুত্তরি ছাই!
সময় নষ্ট কেন্ অযথাই
হাসিই যখন কর্ম।।