ঘড়ি বলে টিকটিক দেখো আমি ঠিকঠিক
                             প্রতিটি ক্ষণ চলি গুনে
সূর্যটা বলে যায় সময়কে করি ভাগ
                                       রাত আর দিনে।

রাত আর দিন বলে আমাদের হাত গলে
                              পার হয় মাস ও বছর
বছর গড়িয়ে চলে পিছু ফিরে শুধু বলে
                        মহাকালে বেঁধেছি গো ঘর।

মহাকাল আঁড়ালে মুচকি হেসে বলে
                          আমি রাখি সবারই খবর।।