রান্নাবাটি, কুটাকাটি
ঢঙ ঢঙ ঢঙ কাঁসার বাটি
হৈ-হল্লা হুড়োহুড়ি
রসগোল্লা গন্ডা- কুঁড়ি
তালপাখা আর শীতলপাটি
চিনিপাতা দধির হাঁড়ি।
গাছতলাতে চড়ুইভাতি,
ফূর্তি আমোদ, মাতামাতি
পাতার পাতে কোরমা পোলাও
বসলো সবাই আসন পাতি।
পান-বাতাসা মুড়কি চিড়ে
থালা ভরা পায়েস ক্ষীরে
মিছেমিছি পেট পুরে খাও
গোটা ফলের বোঁটা ছিঁড়ে।
সূর্য ডোবা সন্ধ্যা বেলা
বাজলো আযান মিনার 'পরে
চড়ুইভাতির ভাঙলো মেলা
ফিরলো সবাই যে যার ঘরে।।