আকাশ দেখে হাওয়া বুঝে
হরেক রকম পাঁজি খুঁজে
বললো সবাই ফুটবে এবার ফুল
ঘন কালো পুঞ্জমেঘে
লাগলো হাওয়া দারুণ বেগে
ঢেউয়ের শেষে যাচ্ছে দেখা কুল
বললো সবাই ফুটবে এবার ফুল।
ঝিমুনি ঝেড়ে কোটর ছেড়ে
পেঁচাও আসে বাইরে তেড়ে
ফাগুন দিনের খবর গেছে শুনে
ফুলিয়ে গলা গভীর স্বরে
বেড়ায় বলে গরব ভরে
দিন এনেছি প্রহর গুনে গুনে।
ঘরকুনো আজ ঢুলেঢুলে
দেখছে আলো খিড়কি খুলে
কণ্ঠে তুলে বাদ-বিবাদের সুর
সংকোচে আর দ্বন্দ্ব দ্বিধায়
বন্ধ কপাট চাপড়িয়া যায়
চেঁচিয়ে বলে মিথ্যে ওসব, ধুর!
কাস্তে কোদাল লাঙল-হলে
শাণ দিলো যে তাকত বলে
বেড়োয় তারা ফুল-ফসলি মাঠে
শক্ত হাতে গুটিয়ে কাছা
তুলতে হবে ঝাড়-আগাছা
নতুন দিনের নবীন মন্ত্রপাঠে।।