ঈমানের ঝোলা কাঁধে বয়, দাবি ইমানদার
নাম-সর্বস্ব মুসলিম তবু কমে না অহংকার,
দ্বীণের শিক্ষা কিতাবের পাতে, হৃদয়ে হয়নি ঠাঁই
ধর্ম-অধর্ম একাকার করে, করে না ভেদ যাচাই।
বচসা-বিভেদ, দলে-মতে নাই শান্তি-সাম্য গান
চিন্তা-আচারে চেনা না গেলেও দাবি মুসলমান,
খোদার হুকুম রদ করে, ভুলে নবীর দেখানো পথ
বিদআত-ভুলে মজে তবু দাবি করে তার উম্মত।
টুপিতে ঢেকে দৈনতা আর দাড়ি র আড়ালে জ্ঞান
গোছাতে আখের মতলব আঁটে, করে বকের ধ্যান
মেকি কান্নায় মোনাজাতে বলে খোদার রহম চাই
মুখে মুখে শুধু মুখস্থ বুলি অন্তরে যাহা নাই।
কথা আর কাজে ফারাক বিস্তর, এ শুধু মুনাফেকী
পাপের দুয়ার না করে বন্ধ, খুঁজে খুঁজে মরে নেকী।
কেরামিন কাতেবিন........
কাঁধে বসে বসে কষছে হিসাব নির্ভুল নিশিদিন।
পাপে-পূণ্যে হিসাবের খাতা দিনে দিনে হয় ভারী
হাশর দিনে এজলাসে প্রভুর সাক্ষ্য দিবে তারি।।