আল্লাহ্ ছাড়া নাই ইলাহ আর, আল্লাহু আকবার
বাঁধো ঈমান তাওহীদে ভাই--
হুকুম এ খোদার।
কথায় কাজে বুকের মাঝে সদায় যেন রয়
ইখলাস ও প্রেম খোদার তরে--
পরকালের ভয়।
'লা শরীক- ইল্লালাহু' গাও হে দ্বীনদার।
গাও গুনগান আদম-ইনসান ইসম-সিফাতের
জাহেল, গাফেল, মুশরিক হলে--
দুনিয়ার খাতের।
হবেনা মাফ করলে কভু খোদায় অংশীদার।
ঈমান বিনা বৃথা এলেম-আমল-ইবাদাত
দাও সকলে দয়াল আল্লাহ--
তাওহীদী হায়াৎ।
দেখাও সু-পথ, দাও হেদায়াত আমরা গোনাহগার।