এক যে ছিল বাঘ
তার ছিলনা রাগ
শিকার কভু সামনে পেলে
থাকতো শুয়ে চার পা মেলে
মুচকি হেসে বলতো যা তুই, ভাগ..।
সে দুষ্ট এতো নয়
তাই কেউ পেত না ভয়
বানর এসে চড়তো ঘাড়ে
শেয়াল বসে থাকতো ধারে
চলতো গাধা গা-টি ঘেঁষে
হরিণ গুলো বন্ধু যে তার হয়।
সে গাইতো "হালুম" গান
শুনে কাঁপত ভয়ে প্রাণ
উঠতো সারা বন টি কেঁপে
রাখতো যে যার দু'কান চেপে
ভিমড়ি খেয়ে ধরতো শোনার ভান।
সে চটতো না তো মোটে
হাসি থাকতো লেগে ঠোঁটে
চটলে কভু রক্ষা কি আর!
মটকিয়ে ঘাড় করতো সাবাড়
করতো কাবু ভীষণ থাবার চোটে।।