নতুন খুশির খাঞ্চা হাতে ঈদ এসেছে ঘরে
উঠবো মেতে আনন্দেতে নতুন জামা পরে
দিল-খোলা সব কথা হবে, হবে কোলাকুলি
এক নিমেষেই যাবো ভুলে ভুল-ভরা দিনগুলি
ভুলবো সেদিন যেদিন গেছে অহম-তাকাব্বরে
ও ভাই ঈদ এসেছে ঘরে...
এক কাতারে ঠাঁই হবে রে, নাই রে ভেদাভেদ
ভাইয়ের মুখটি দেখে যাবে মনের যতো খেদ
স্বজন সবাই, সুজন সবাই নয়তো কেহ পর
একটি জাতি, এক পরিবার, বিশ্বাসী অন্তর
মিলিয়ে কাঁধ করবো আবাদ হৃদয় জমিনটারে
ও ভাই ঈদ এসেছে ঘরে..
দৃঢ় হাতে চালিয়ে ছোঁরা আনকোরা এক ভোরে
শক্তিটারে ধরবো হৃদে, ফেলবো অহম ছুঁড়ে
ত্যাগের দীক্ষা যা দিয়েছেন র'বের প্রিয় নবী
করবো ধারন হৃদয় জুড়ে, জাগবে আলোর রবি
আয় ছুটে যাই ময়দানে ভাই, স্বর তুলি তাকবীরে
ও ভাই ঈদ এসেছে ঘরে...
আজ যে পিছে রইলো পড়ে হাতটি তারই ধরি
আর্ত মুখের দুখ ভেঙে আয় হাসির প্রাসাদ গড়ি
ভাগ করে দেই সুখগুলি সব, দুখেও বসাই ভাগ
প্রেম দিয়ে আজ দেই মুছিয়ে ব্যথার ক্ষত-দাগ
উঠেছে চাঁদ আকাশ জুড়ে, সুখ পড়িছে ঝরে..
ও ভাই ঈদ এসেছে ঘরে...।।