কেটে যাক ঘোর কালো রাত
দিশারী, দেখাও পথের দিশা
আঁধারে ছেড়ে গেছি ন্যায়ের হাত
গরলে মিটিয়েছি তৃষা।
নিভুপ্রায় শিখার মতো কম্পমান
পাপবেষ্টিত এ অসার জীবন
অহেতুক সময়ের নিরব প্রস্থান
নিছক ঘোরলাগার মিথ্যে সদন।
নিরঙ্কুশ লালসায় অর্জিত পার্থিব সুখ
মরীচিকা শুধু, ফাঁকির ফানুস
অথর্ব চেতনা ভোগে বিলাসে উন্মুখ
অহমে ছিলাম ডুবে কাদার মানুষ।
সকল ভুলের শেষে বেভুল আমায়
আলো দাও, দাও স্বচ্ছ হৃদয়
তোমার পথে যেতে না যেন থামায়
নীচতা-হীনতা কিবা মোহ-দ্বিধা-ভয়।